মুজিবনগর নিউজ২৪.কম: মেহেরপুরের গাংনীতে অটোভ্যানের চাকার সাথে গলায় ওড়না পেঁচিয়ে বৃষ্টি খাতুন (১৭) নামের এক কলেজ ছাত্রী আহত হয়েছেন। আহত বৃষ্টি গাংনী উপজেলার ধানখোলা গ্রামের হাবিবুর রহমান মাস্টারের মেয়ে ও গাংনী সরকারী ডিগ্রী কলেজের এইচ,এস,সি প্রথম বর্ষের ছাত্রী।
দুপুরে বৃষ্টি খাতুন কলেজ জীবনের প্রথম ক্লাশ শেষে একটি অটোভ্যানে চড়ে বাড়ি ফিরছিলেন। সে কলেজ থেকে দেড়শ মিটার দূরে পৌঁছালে,অসাবধানবশত তার ওড়না অটোভ্যানের চাকায় জড়িয়ে যায়। এ সময় বৃষ্টি খাতুনের গলায় ফাঁস লাগলে, মারাত্বকভাবে আহত হয়। পথচারীরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমান তার শারীরিক অবস্থা উন্নতির দিকে।
গাংনীতে অটোভ্যানের চাকার সাথে ওড়না পেঁচিয়ে কলেজ ছাত্রী আহত
